সারাদেশ

রংপুর মহানগর কৃষক দলের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় ঘোষিত সারাদেশে সদস্য সংগ্রহ কর্মসুচী অংশ হিসাবে রংপুর মহানগর কৃষক দলের আয়োজনে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর কৃষক দলের আয়োজনে এই সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব আবুল বাসার আকন্দ। উদ্বোধন করেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু, অনুষ্ঠানে মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফিরোজ রহমান পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার আহবায়ক আনোয়ার শাহাদাত, কেন্দ্রীয় সহ- ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আতিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য ও মহানগর কমিটির যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হযরত আলী, আশরাফুল আলম প্রমুখ। সঞ্চলনা করেন মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক দিল মেরাজুল দুলু।
আলোচনা শেষে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচীর প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব আবুল বাসার আকন্দ এবং রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবুসহ উপস্থিত সকলে নুর ইসলাম চাচার সদস্য ফরম পুরণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম মাষ্টার, আখেরুজ্জামান মানু, ১৩নং ওয়ার্ডের আহবায়ক নুর ইসলাম চাচা, সদস্য সচিব ডাঃ শহিদুল ইসলাম, রুহুল আমিন মাষ্টার, হানিফার রহমান, ৩১ নং ওয়ার্ডের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব মোমতাজ মিয়া, মতিয়ার রহমান, ১৭ নং ওয়ার্ডের রায়হান আলী, ফারুক মিয়া কবির মিয়া, সাইফুল ইসলাম, ১৪ নং আহবায়ক আজাহার আলী, সদস্য সচিব রানা মিয়া, খোরসেদ আলী, আনোয়ার হোসেন, ১০ নং ওয়ার্ডের আহবায়ক মঞ্জুরুল ইসলাম, সদস্য সচিব আরব আলী, ২৫ নং ওয়ার্ডের আহবায়ক আসিব মিয়া, সদস্য সচিব রোমান, ২১ নং ওয়ার্ডের আহবায়ক রায়হান আলী, সদস্য সচিব নাইমুর রহমান রতন, সিঃ যুগ্ম আহবায়ক রোস্তম আলী, শরীফ, ইউনুস আলী,কষ্ট জুয়েল প্রমুখ। এসময় মহনগর কৃষক দল ও বিভিন্ন ওয়ার্ড নেতাকর্মীরা অংশ নেয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments