সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক বিরামপুর বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলায় সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় পৌর শহরের লোকাল বাসষ্টান্ডে পত্রিকার অস্থায়ী কার্যালয়ে কেক কেটে সাপ্তাহিক বিরামপুর বার্তার ২০তম বর্ষে পদার্পণ ও ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সাপ্তাহিক বিরামপুর বার্তার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার ফেরদৌস হিমেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আলমগীর কবির (পিএসসি) এর পক্ষে বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার সলিমুল্লাহ তালুকদার, পত্রিকার সম্পাদক রোস্তম আলী মন্ডল, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, বিরামপুর মোহন টিভি প্রতিনিধি আকরাম হোসেন, মাইটিভি প্রতিনিধি কামরুজ্জামান, নবাবগঞ্জ করতোয়া প্রতিনিধি মতিয়ার রহমান প্রমুখ।
উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনার ক্ষেত্রে সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে আলোচনা সভায় বক্তার বলেন, আমরা নিয়মিত পত্রিকাটি পড়ি। পত্রিকাটি সাজানো গোছানো সংবাদ প্রকাশ করে, সেজন্য পত্রিকটি পড়তে ভালো লাগে। ইতোমধ্যে পত্রিকাটি এলাকায় আলোচনার শীর্ষে রয়েছে। ভালো ভালো এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীতে সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকা আরো এগিয়ে যাক এই প্রত্যাশা রইল।
সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যাচ্ছে বিরামপুর বার্তা। আমরা যারা এ পত্রিকায় কাজ করি, তাদের সবার কর্মদক্ষতা কাজে লাগিয়ে পত্রিকার গতিকে আরও বেগবান করতে হবে। তাই আমাদের বহুমাত্রিক দক্ষতা অর্জন করতে হবে। অনুসন্ধানী প্রতিবেদনসহ বিজ্ঞাপন ও সার্কুলেশন বিষয়েও সবার সুদৃষ্টি রাখা জরুরী।
আজকের পত্রিকার বিরামপুর প্রতিনিধি মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাপ্তাহিক বিরামপুর বার্তার সকল উপজেলা প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুধীজন, পাঠক, বিজ্ঞাপনদাতা ও হকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাপ্তাহিক বিরামপুর বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম এ্যাড: আব্দুস সালাম আমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments