সারাদেশ

দিনাজপুর প্লানেট-বি রেষ্টুরেন্টে ফাউন্ডেশনের সাধারন সভা

দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা স্বরূপ বক্সী বাচ্চু এক ব্যাগ রক্ত একটি পরিবারের কান্নাকে থামিয়ে দিতে পারে উল্লেখ্য করে বলেছেন, দিনাজপুরে কিছু সংখ্যক উদীয়মান যুবক ও ছাত্র-ছাত্রী দরিদ্র ও অসহায় মানুষের মূর্মুষূ রোগীদের বিনা মূল্যে রক্ত দিয়ে আসছে দীর্ঘ ২ বছর ধরে। তিনি রক্তযোদ্ধাদের সেলুট জানিয়ে বলেন এধরনের মহৎ কাজের যোদ্ধা খুজে পাওয়া খুব কঠিন। এই ফাউন্ডেশন রক্তের বিনিময়ে কোন অর্থ নিচ্ছে না এ কারনেই মানুষের ভালোবাসা ও চাহিদা অনেক বেড়েছে। বর্তমানে দেশের ১০টি জেলা নিয়ে কাজ করছে এই সংগঠনটি। গতকাল দিনাজপুর প্লানেট-বি রেষ্টুরেন্টে ফাউন্ডেশনের এক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরূপ বক্সী বাচ্চু এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর ব্লাড ফাউন্ডেশনে উপদেষ্টা ও সাংবাদিক শাহরিয়ার হিরু। ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রাজুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনে আরো বক্তব্যে সাংগঠনিক সম্পাদক আবির হোসেন বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক মারুফা খাতুন, ত্রাণ বিষয়ক সম্পাদক কাওসার জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে গত এক মাসে দিনাজপুরসহ বিভিন্ন জেলায় ৩৩০জন মূর্মুষূ রোগীকে বিনা মূল্যে রক্ত দান করা হয়। এর মধ্যে সর্বোচ্চ রক্ত দাতা সংগ্রহকারী কামরুজ্জামান রিমন ৮৭ জন রক্ত দাতা সংগ্রহ করে প্রথম স্থান, মোঃ মিরাজুল ইসলাম ৬৮জন রক্ত দাতা সংগ্রহ করে দ্বিতীয় স্থান ও মোঃ আমানুল্লা আমান ৬০জন রক্ত দাতা সংগ্রহ করে তৃতীয় স্থান অর্জন করে। সর্বোচ্চ রক্ত দাতাদের পুরস্কৃত করা হয়। একই সময় চিরিরবন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ নাছির উদ্দীন ২০২২ সালের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানা স্বারক প্রদান করা হয়।উল্লেখ্য, দিনাজপুর ব্লাড ফাউন্ডেশন, ঢাকা, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়, রংপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, ময়মনসিংহ প্রায় ৩ হাজার মূর্মুষূ রোগীকে বিনা মূল্যে রক্ত দান করেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments