সারাদেশ

১১ বছর পর পার্বতীপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা

আল মামুন মিলন,পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি: সিমানা জটিলতা মামলা ও নানা জল্পনা কল্পনার অবসান কাটিয়ে অবশেষে ১১ বছর পর পার্বতীপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোসিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর ও নির্বাচন ২ নভেম্বর।
 উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, পৌর এলাকায় বর্তমান ভোটার রয়েছে ৩৪ হাজার ৬ শ ৩৪ জন।এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ২শ ৩৪ জন,নারী ভোটার ১৭ হাজার ৪ শ ১৫ জন। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেনীর এই পৌরসভাটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০১১ সালে। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে ১ জন মেয়র, ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে ৩ জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সচিব মোহাম্মদ ইসমাঈল জানান, নির্বাচনে জেলা পর্যায়ের একজন প্রিজাইটিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বপথ গ্রহনের দিন পর্যন্ত প্রাপ্ত দায়িত্ব চলমান থাকবে।এরই মধ্যে ভোটকেন্দ্রগুলো পরিদর্শনের কাজ শুরু হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments