February 29, 2024
রাজনীতি

মুন্সিগঞ্জে যুবদল নেতা নিহতের প্রতিবাদে ঝিনাইদহ যুবদলের বিক্ষোভ

ঝিনাইদহ-
মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘষের ঘটনায় গুলিবিদ্ধ যুবদল কর্মী শাওন ভূঁইয়া নিহতের প্রতিবাদে ঝিনাইদহ জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বের করে শহরের এইচএসএস সড়কে পৌছলে পুলিশ বাধা দেয়। পরে সেখান থেকে ফিরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জেলা বিএনপি সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ,সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। যে ভাবে তারা বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের হত্যা, নির্যাতন করছে তাতে তাদের শেষ রক্ষা হবে না।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments