December 03, 2023
জাতীয়

অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেলেন ১১২ জন বিচারক

জুডিসিয়াল সার্ভিসের ১১২ জনকে যুগ্ম জেলা জজ পদ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।এই ১২২ জন বিচারককে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-এর অফিস প্রধানের মনোনীত বিচারকের কাছে আগামী ২৮ সেপ্টেম্বর বা প্রশিক্ষণ/ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদান করতে বলা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments