অপরাধ

ঝিনাইদহের আলোচিত আদম ব্যবসায়ী সেই ইউপি মেম্বর আসিফ ইকবাল অবশেষে গ্রেফতার

ঝিনাইদহ-
অবশেষে পুলিশের জালে গ্রেফতার হয়েছে ঝিনাইদহের সেই আলোচিত আদম ব্যবসায়ী নব-নির্বাচিত ইউপি সদস্য আসিফ ইকবাল। মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি সদর উপজেলার বেড়াশুলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আলোচিত আদম ব্যবসায়ী নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বেড়াশুলা গ্রামের জানু বেগম নামের এক নারী বাদি হয়ে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, আলোচিত সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বর আদম ব্যবসায়ী আসিফ ইকবালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়েছে ৮ টি অসহায় পরিবার। পরিবারে একটু স্বচ্ছলতা আনার জন্য বিদেশে পাড়ি চাকুরী পাওয়ার আশায় বুক বেঁধেছিল বেড়াশুলা গ্রামের কয়েকটি পরিবার। এই সুযোগকে কাজে লাগিয়ে আদম ব্যবসায়ী আসিফ ইকবাল অসহায় ওই পরিবারগুলোতে উচ্চ বেতনের লোভ দেখিয়ে সৌদি আরব পাঠায় কোম্পানীর ভিসায়। সেখানে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। এদিকে আসিফ ইকবাল গ্রেফতারের পর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। আসিফের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীও জানান তারা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments