সারাদেশ

পীরগঞ্জে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে সামাজিক-সম্প্রীতি সামবেশে বক্তরা বলেছেন পারিবারিক শিক্ষাই পারে সম্প্রীতির বাঙলাদেশ গড়ে তুলতে। গতকাল শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র, খ্রীষ্টান এসোসিয়েশনের সাধারন সম্পাদক জুয়েল তীর্কি, বৌদ্ধ এসোসিয়েশনের নেতা শ্যামল রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা রীনা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ্উআব্পিদুল আউয়াল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী,ধর্মীয় নের্তৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ। বক্তরা বলেন, পারিবারিক অনুশাসন ও নৈতিক শিক্ষাই পারে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে। তাই নিজ নিজ অবস্থান থেকে ধর্মীয়, পারিবারিক, প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের সমৃদ্ধ দেশ গড়ে তুলে বিশ্বের দরবারে মাথা উচু করে সম্প্রীতির বাংলাদেশ।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments