September 19, 2024
অপরাধ

পীরগঞ্জে অভিনব কায়দায় তেল চুরি অতঃপর ১ চোর গ্রেফতার

পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি- রংপুরের পীরগঞ্জে কাবিলপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অবস্থিত ঢাকা- রংপুর মহাসড়কের পাশে ধাপেরহাট “জিসান পেট্রোল পাম্পে” পার্কিংয়ে থাকা অবস্থায় একটি ট্রাকের তেলের ট্যাংক হইতে চোর চক্র অপর একটি পিক-আপ ভ্যান নিয়ে বর্ণিত ট্রাকটির পাশে পার্কিং থাকা অবস্থায় কৌশলে ট্রাকের ট্যাংকি হইতে গত রবিবার দিবাগত রাতে আনুমানিক ২০০ লিটার তেল কয়েকমিনিটের মধ্যে চুরি করে। সে সময় জিসান পাম্পে থাকা ডিউটিরত গার্ড ডিউস মিয়া বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন ডাকডাকি করিলে চোর চক্র টের পেয়ে দ্রুতগতিতে পিক-আপ ভ্যান সহ পালাতে থাকে। তাৎক্ষণিক ভাবে মোটরসাইকেল যোগে পিক-আপ ভ্যানটিকে ধাওয়া করলে ধাপেরহাট টু চতরা রোডে প্রবেশ করে চতরা টু খালাশপীরের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ধাওয়া করা মটরসাইকেলটি কাবিলপুর ইউনিয়ন এর লালদীঘি মেলা বাজারে আসলে পুলিশের গাড়ী দেখতে পায়। ডিউটি অবস্থায় কর্তব্যরত পীরগঞ্জ থানার এস,আই ফিরোজ কবির কে বিষয়টি জানালে তিনি দ্রুতগতীতে গাড়ীটিকে ধাওয়া করে। বিটিসি মোড়ে পীরগঞ্জ থানার হাইওয়ে ডিউটিরত এএসআই সোহেলরানা ও ফোর্সের সহায়তায় গাড়ীটিকে আটক করতে সক্ষম হয়। গাড়ীতে থাকা তিনজনের মধ্যে ২ জন পালিয়ে যায় এবং ১জনকে গ্রেফতার করে। চুরি যাওয়া তেল, যন্ত্রপাতি ও চুরির কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান সহ থানায় নিয়ে আসে। পরে ট্রাক চালক সালাম মিয়া বাদী পীরগঞ্জ থানায় মামলা করেন। উল্লেখ্য, বেশকিছু দিন ধরে ওই এলাকায় একটি চক্র কৌশলে বিভিন্ন ট্রাক ও পিক-আপ থেকে তেল চুরি করে আসছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments