February 29, 2024
সারাদেশ

মহেশপুরে ভুল করে পটাশিয়াম যুক্ত পানি খেয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ঝিনাইদহ-
টেবিলের পাশে রাখা বোতলে রাখা পানি ভেবে স্বর্ন গলানো পানি (পটাশিয়াম মিশ্রিত পানি) খেয়ে অকালেই পৃথীবি ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন শুভজিৎ গাঙ্গুলী (৩০)। এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বাজারের নিজ দোকানে জানা গেছে, শুভজিৎ গাঙ্গুলী এক পুত্র সন্তানের জনক ও ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বারুইপাড়া এলাকার সন্তোষ গাঙ্গুলীর ছেলে। জুয়েলারী মালিক সমিতির সভাপতি বনোমালী কর্মকার জানান, নিজ দোকানে বসে বালার নকশার কাজ করা অবস্থায় টেবিলের পাশে পানির বোতল ও স্বর্ন গলানো পানির (পটাশিয়াম) বোতল ছিল পাশাপাশি। কিন্তু সে ভুলে পানির বোতল মনে করে স্বর্ন গলানো পানি খেয়ে ফেলে। তিনি আরো জানান, সাথে সাথে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভজিৎ গাঙ্গুলীকে মৃত ঘোষনা করেন। এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments