সারাদেশ

পীরগঞ্জে স্কুল ছাত্র নিহতের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষক ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ঐ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র রমজান আলী ওরফে আকাশ নিহত হয়। আকাশ নিহতের ঘটনায় মঙ্গলবার এলাকাবাসী দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। গ্রামবাসী আকাশ হত্যার জন্য ঐ স্কুলের শিক্ষক আনোয়ারুল ইসলামের ফাঁসি দাবি করেছে। ময়নাতদন্ত শেষে আকাশের মরদেহ তার গ্রামের বাড়ি অনন্তরামপুরে পারিবারিক কবর স্হানে বিকেল তিনটায় দাফন করা হয়। আকাশকে হত্যার অভিযোগে ঘটনা স্হল হতে পুলিশ ১১ জনকে আটক করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করেন। এতে থানার ওসি, তিন এস আই, দুই পুলিশ কনস্টেবল সহ ১৫ জন আহত হয়েছেন। নিহত আকাশের মা গোলাপি বেগম বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। মামলায় ১১ জনকে আটক করেছে। অপর দিকে পীরগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম বাদী হয়ে ওসি সহ ৬ পুলিশ আহত হওয়ার ঘটনায় আটক ১১ জন সহ অজ্ঞাত অনেকেরই বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত সোমবার ঐ স্কুলের পরিচালনা কমিটি গঠন কে কেন্দ্র করে প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার, স্কুলের সভাপতি স্হানীয় আ' লীগ নেতা শহিদুল ইসলাম বাবু কে সাথে নিয়ে স্কুলে প্রবেশ করতে গেলে এতে গ্রামবাসী বাঁধা দেয়ায় ঐ সংঘর্ষে স্কুল ছাত্র আকাশ নিহত হয় ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments