সারাদেশ

ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আতশবাজী উৎসব

ঝিনাইদহ-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আতশবাজী উৎসব। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে এ উৎসবের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। ২ শতাধিক আতশবাজী পোড়ানোর মধ্য দিয়ে পুরো শহর মুখর হয়ে ওঠে। আতশবাজীর বর্ণির ছটায় আলোকিত হয় পুরো এলাকার। এসময় সর্বস্তরের মানুষ এই আনন্দ আয়োজন উপভোগ করেন। এর আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পাশে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০২ পাউন্ড কেক কাটা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। শেষে বঙ্গবন্ধু ও তার প্রয়াত পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments