সারাদেশ

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ “দুর্যোগে আগাম সর্তকতা, সবার জন্য কার্য ব্যবস্থা-এই প্রতিপাদ্য ধারণ করে আজ ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। দিবসটি পালনে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।বনার্ঢ্য শোভাযাত্রা ভূমিকম্প সংঘটিত হলে জীবিত ও মৃত্যু মানুষকে উদ্ধার রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে , ঘরবাড়িতে আগুন লাগলে তা নিভানোর কৌশল আহতদের তাৎক্ষনিক নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসা সেবা নিশ্চিত করা ঝড় বৃষ্টির সময় কিভাবে সর্তকতা অবলম্বন করা যায় এগুলো স্বচিত্র প্রদর্শন করা হয় । উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুজ্জামান ,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক শাহিন, পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম ময়না, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাষ্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা । দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানটি দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments