বিশ্বযোগ
ইউক্রেনের পাওয়ার গ্রিড ও বিদ্যুৎ সচল

পাওয়ার গ্রিডের অবকাঠামোর ওপর রাশিয়ার মুহুর্মুহু হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় ইউক্রেনের বেশিরভাগ এলাকা। তবে পাওয়ার গ্রিড এখন স্বাভাবিক হয়েছে। দেশটির জাতীয় এনার্জি অপারেটর বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনাগ্রোর প্রধান ভলোদিমির কুদরিস্টকিয়ি ফেসবুকে লিখেন, জরুরি বিদ্যুৎ বিচ্ছিন্নের সূচি এখন আমাদের পরিকল্পনায় নেই। আমরা জ্বালানি শক্তির অবকাঠামোর ওপর ইতিহাসের সবচেয়ে বড় হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।
তিনি স্থানীয় নাগরিকদের সতর্ক করে বলেন, যদি নতুনভাবে হামলা বা বিপর্যয় হয় তবে ভবিষ্যতে প্রতিরোধ ব্যবস্থা করা হবে।
সম্প্রতি ইউক্রেনের ওপর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা করছে রাশিয়া। এতে ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ব্যবস্থার বিপর্যয় হয়।
এদিকে, গ্রাম ও শহরগুলোতে অন্ধকার ও গরম পানির অভাব রোধে বিদ্যুৎ ব্যবহার কমাতে ইউক্রেনের নাগরিকদের আহ্বান করেছে কিয়েভ।
Comments