অপরাধ
পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের বিরুদ্ধে ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যাক্তির লাউ, পটল, নেপিয়ার ঘাস কেটে নিয়ে গিয়েছে প্রতিপক্ষের লোক জন। এ ঘটনায়, আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১৭ জনকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে ফরিগঞ্জের পাটগ্রাম, জে এল নং-১৭২ খতিয়ান নং-৫৮০ দাগ নং ১৪৮৭, জমি ২ একর ৪৬ শতক। পৈত্রিক সূত্রে পাওয়া পাটগ্রামের মৃত নিজাব উদ্দিন নিম্ন তফশীল বর্ণিত সম্পত্তি ক্রয় সূত্রে মালিকএবং ভোগ দখল করে আসছেন। বর্ণিত সম্পত্তি মালিকানা দাবিকরে জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত মজিবার রহমান এর পুত্র দেলোয়ার হোসেন , পাটগ্রাম আদিবাসী পাড়ার শ্রী বাঘা সরদার, শ্রী রামছই মর্দূ , শ্রী সুমন খলিফা, শ্রী বিহারী মর্ম , শ্রী ফিলিমন মর্মূ , শ্রীসূর্জ মর্মূ , শ্রীমন্টুম্মূ , শ্রীলগেন , শ্রী ছোপল মর্মূ , শ্রীরবিন মর্ম, মোঃ হাফেজমিয়া , মোঃ শাহিমিয়া, মোঃ ভোলা মিয়া, মোঃ রাশেদুল মিয়া, মোঃ নজরুল মিয়া , মোঃ লাবু মিয়াসহ গত ১৪ই অক্টোবর আমার ফসলি জমিতে প্রবেশ করে এবং আদিয়ার কে দেওয়া উক্ত জমি থেকে জোরপূর্বক পটল, লাউ, নেপিয়ার ঘাস কেটে নিয়ে যায়। আদিয়ার বাধা দিলে তাকে জানে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। ইতি পূর্বেই বর্ণিত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নং এম আর ১১৬/২২, মিছ পিটিশন নং-৮৪৪/২২ এবং অন্য ৩১২/২২, যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অন্য ৩১২/২২ মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২৬/০৯/২০২২ ইং তারিখে আসামীদের বিরুদ্ধে নিম্ন তফশীল সম্পত্তিতে অর্ন্তরবর্তী কালীন নিষেধাজ্ঞা জারী করেন। এদিকে সর্বশেষ গত ১৩/১০/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালত আসামীদের যাবতীয় আপিল না মঞ্জুর এবং নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখেন। এ ঘটনায় পীরগঞ্জ থানাপুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
Comments