জাতীয়

টিসিবি ১ কোটি ফ্যামিলি কার্ডে ৫৫ টাকায় চি‌নি, ১১০ টাকায় তেল বিতরন

১১০ টাকা লিটারে বোতলজাত সায়াবিন তেল ও ৫৫ টাকা কেজিতে চিনি বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একই সঙ্গে পাওয়া যাবে মসুর ডাল, চিনি ও পেঁয়াজ। সোমবার থেকে মাসজুড়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি করবে সংস্থাটি। রোববার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম আগামী ১৭ অ‌ক্টোবর থেকে শুরু হবে। এই কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।
টিসিবি সূত্র জানায়, একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি ২০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments