জাতীয়

সব দলের অংশগ্রহণে সংবিধানের আলোকেই সবগুলো নির্বাচন হবেঃ সিইসি

সব দলের অংশগ্রহণে সংবিধানের আলোকেই সবগুলো নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, আমরা সংবিধান ও আইনের আলোকে সবগুলো নির্বাচন করতে চাই। আমরা আশা করি, আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলে সবাই আনন্দিত হবে।
এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
গত ২৬ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার করা হয় সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অন্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, সদ্য অবসরপ্রাপ্ত দুই সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments