রাজনীতি

রংপুরে বামজোটের প্রেসক্লাব - টার্মিনাল পদযাত্রা অনুষ্ঠিত

রংপুরঃ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ,সংসদ ভেঙ্গে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, রেশন চালু,নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ ১০দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা বামজোটের উদ্যোগে পদযাত্রা সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়।পদযাত্রাটি শাপলা চত্বর, কামারপাড়া কোচ টার্মিনাল, গনেশপুর ক্লাব মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনালের ফ্লাই ওভার চত্বর ও বদরগঞ্জ রোড বটতলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন বামজোটের সমন্বয়ক কমরেড আব্দুল কুদ্দুস ও কমিউনিস্ট পার্টি রংপুর জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন। এসব পয়েন্টে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি রংপুর জেলার সহকারী সাধারণ সম্পাদক কাফি সরকারর, সাধারণ সম্পাদক রাতুজ্জামান রাতুল, বাসদ জেলা সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম, সদস্য অমল সরকার, ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেরোবি সভাপতি রিনা মুরমু প্রমুখ ।বক্তারা বলেন এই সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসে জনগণের নাভিশ্বাস তুলেছে।পুজিপতি- লুটেরাদের স্বার্থে দেশ পরিচালনা করতে গিয়ে একের পর এক সাধারণ খেটে খাওয়া মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করে চলেছে। শুধু খাদ্যপণ্য কিনতেই হিমসীম খাচ্ছে ৭৬ শতাংশ মানুষ। কৃষকরাও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কাংখিত উৎপাদন করতে পারছে না।অথচ সরকার ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ইভিম কিনে আবারও ক্ষমতায় আসার নীল নকশা কষছে। জোটের নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপণ্যের মুল্য কমানো, রেশন চালু ও সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments