সারাদেশ

আন্ত: ব্যটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতায় ফুলবাড়ী ২৯ বিজিবি চ্যাম্পিয়ন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
আন্ত: ব্যটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতায় ফুলবাড়ী ২৯ বিজিবি চ্যাম্পিয়ন। গত ২৩ অক্টোবর ২০২২ ইং তারিখে দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক আয়োজিত রংপুর রিজিওয়ন আন্ত ব্যাটালিয়ন প্রতিযোগীতা সমাপ্ত হয়েছে। ৫টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি তাম্ব্র পদক পেয়ে ফুলবাড়ী ২৯ বিজিবি চাম্পিয়ন হন। ৫টি স্বর্ণ ১টি তাম্ব্র পদক পেয়ে ১৫ বিজিবি লালমনির হাট ব্যাটালিয়ন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগীতায় সিপাহী মোঃ সোহাগ গাজী ফুলবাড়ী ২৯ বিজিবির শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং সিপাহী রনি বিপ্লব শ্রেষ্ঠ প্রবীন খেলোয়াড় হিসেবে নির্বাচীত হয়েছে। গতকাল রবিবার রংপুর রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন এ্যাথলেটিস প্রতিযোগিতায় রংপুর রিজিয়ন এর ব্রিগ্রেডিয়ার জেনারেল এবিএম এহসান, বিএসপি, পিএসপি, রিজিয়ন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরুষ্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন, পিএসসি, ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আলমগীর কবির পিএসসি, লালমনিহাট ১৫ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল এসএম তৌহিদুল আলম পিএসসি, লে: কর্ণেল সৈয়দ সালাউদ্দিন নয়ন পিএসসি, পরিচালক ও অপারেশন রিজিয়ন সদর দপ্তর রংপুর। সহকারী পরিচালক হিসেবে ছিলেন, মোঃ মাহাবুবুর রহমান খান। এ্যাথলেটিকস প্রতিযোগীতায় গত ১৬ অক্টোবর হতে অনুষ্ঠিত রংপুর রিজিয়ন আন্ত ব্যাটালিয়ন এ্যাথলেটিকস্ প্রতিযোগীতায় রংপুর রিজিয়ন এর অধিনস্ত ১৫টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন। এ সময় বিজিবির পদস্থ কর্মকর্তা বিভিন্ন ইউনিটের সৈনিকগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments