সারাদেশ

কোচিং থেকে বাড়ি ফেরা হলোনা ঠাকুরগাঁওয়ের মিহিরের

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁওঃ কোচিং থেকে আর বাড়ি ফিরতে পারেনি ঠাকুরগাঁও জগন্নাথপুর ইউনিয়নের বদলীপাড়ার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মিহির। সড়ক দুর্ঘটনা প্রাণ দিতে হয় তাকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জগন্নাথপুর বদলীপাড়ার মধ্যম চন্দ্র বর্মন তার দুই ছেলে-মেয়েকে নিয়ে প্রতিদিনের মতো ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় কোচিং শেষে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল তারা। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও চব্বিশ টিউবওয়েল নামক এলাকায় পৌছালে আলম এন্টার প্রাইজ নামের ঢাকাগামী একটি নৈশ কোচ পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে বাবা মধ্যম, ছেলে মিহির ও মেয়ে প্রকৃতি গুরুতর আহত হয়।এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিহিরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাবা ও মেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঠাকুরগাঁও জগন্নাথপুর বদলীপাড়ার জয় হরী বর্মণের ছেলে মধ্যম চন্দ্র বর্মন।
স্থানীয় সূত্রে জানাগেছে, মিহির ঠাকুরগাঁও বিজিবি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও প্রকৃতি একই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ঘটনার পরে প্রায় দেড় ঘন্টা স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments