February 29, 2024
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর করায় মাদকাসক্ত যুবকের কারাদন্ড

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আজিজুল হক লিটন (২৫) নামের এক মাদকাশক্ত যুবককে ৪৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে মাদক সেবন করে বাবাকে মারপিট করার অপরাধে যুবকের এ দন্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান।দন্ডপ্রাপ্ত আজিজুল হক লিটন সদর উপজেলার আকচা ইউনিয়নে দক্ষিন ঠাকুরগাঁও গ্রামের খয়বুর রহমানের ছেলে। ইউএনও আবু তাহের মোঃ শামসুজ্জামান বলেন, মাদক সেবন করে বাড়িতে গিয়ে নিজের বাবাকে মারধর করেছে ওই যুবক। এমন ঘটনার পর তাকে আটক করে তার মা আর্জিনা বেগম আমাদের খবর দেন।ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে এ আদেশ দেওয়া হয়৷

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments