খেলা

ইংল্যান্ডকে ১৫৮ রানের টার্গেট দিল আইরিশরা

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির কারণে দুই দফা বন্ধ ছিল ইংল্যান্ড-আয়ারল্যান্ডের লড়াই। বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড শুরুটা দারুণ করলেও ইংল্যান্ড ম্যাচে ফিরেছে দারুণভাবে। ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে আইরিশরা। ফলে ১৫৮ রানের টার্গেট পেলো ইংল্যান্ড।
আজ (বুধবার) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ বলে ১ চার ও ১ ছক্কায় ১৪ রানে ফেরেন ওপেনার পল স্টার্লিং।
দ্বিতীয় উইকেটে অ্যান্ডি বালবার্নির সঙ্গে ৮২ রানের জুটি গড়েন লরকান টাকার। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৩৪ রান করেন টাকার। এরপর ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হ্যারি টেক্টর। দলীয় ১৩২ রানে চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন বালবার্নি। মাঠ ছাড়ার আগে ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক। এছাড়া কার্টিস ক্যাম্ফার ১৮, গ্যারেথ ডেলানি ১২* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের রানের কোঠা। ডাক মেরেছেন তিনজন।
ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও মার্ক উডও ৩টি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নিতে সক্ষম হন স্যাম কারেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments