সারাদেশ

ফুলবাড়ীর দুধিপুকুর ইসলামিয়া মাদ্রাসায় ৫০ বছরেও স্থাপিত হয়নি ভবন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির দুধিপুকুর ইসলামিয়া মাদ্রাসায় ৫০ বছরেও স্থাপিত হয়নি সরকারি ভবন। মাটির জরাজীর্ণ টিনসেট ঘরে চলতে মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাস। ১৯৭১ইং সালে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপিতে স্থাপিত হয় দুধিপুকুর ইসলামিয়া মাদ্রাসা। হাঁটি হাঁটি পা পা করে গ্রাম থেকে সাহায্য নিয়ে স্থাপিত এই মাদ্রাসাটি। মাদ্রাসাটি ১৯৭৮ ইং সালে এমপিও ভূক্ত হয়। এই মাদ্রাসায় মোট ১৯ জন শিক্ষক শিক্ষিকা ও ৩২০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে। চারটি আধাপাকা ঘর, ৬টি মাটির ঘর রয়েছে। ২৫ শতাংশ জমির উপর স্থাপিত হয় এই মাদ্রাসাটি। মাদ্রাসার মোট জায়গা ১ একর ২০ শতাংশ। দলিল পত্রে রয়েছে ৯৯ শতাংশ জমি। মাদ্রাসাটি স্থাপিত হওয়ার পর থেকে মাদ্রাসাটির অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি। মাদ্রাসার সুপার মোঃ সাদেকুল ইসলাম দায়িত্বে রয়েছেন। সহকারী সুপার আব্দুল হাই সিদ্দিক জানান, বহু কাল থেকে মাদ্রাসাটি নিজের অর্থায়নে পরিচালিত হচ্ছে। ১৯৭৮ ইং সালে এমপিও ভূক্ত হওয়ার পর মাদ্রাসার শিক্ষকেরা জীবিকার পথ ফিরে পায়। কিন্তু মাদ্রাসার অবকাঠামোগত অবস্থা অবহেলিতই রয়ে গেছে। ২০১৬ ইং সালে মাদ্রাসাটির পরিক্ষার ফলাফল ভালো হওয়ায় মাদ্রাসা শিক্ষা মন্ত্রনালয় থেকে ১ লক্ষ টাকা শিক্ষকদেরকে উপহার হিসেবে প্রদান করেন। চলতি বছর ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন মাদ্রাসার এই অবস্থা দেখে ৮০ হাজার টাকা মাদ্রাসায় দান করেন। সেই টাকা দিয়ে প্রায় ৭০ ফিট বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে। নতুন কমিটি তৈরি হওয়ার পর কমিটি আস্বাস দিয়েছেন এখানে যে ভাবে হোক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাতে ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে ঐ কমিটির। বর্তমান মাদরাসাটি অবহেলিত অবস্থায় রয়েছে। এমন দৃশ্য না দেখলে বোঝার উপায় নেই। তাই এলাকাবাসী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য মাদ্রাসার একটি উন্নত ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেনে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments