সারাদেশ

বিজ্ঞানের সাথে নৈতিক শিক্ষাকে সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে - এমপি গোপাল

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন করেছে। বর্তমান সরকারের শিক্ষানীতির কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপিঠে অধ্যয়নের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের সাথে নৈতিক শিক্ষাকে সম্পৃক্ত করেই আমাদের এগিয়ে যেতে হবে নইলে আধুনিক জীবন চলাকে বাধাগ্রস্ত করে। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে মাদ্রাসার যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার ক্ষমতায় থাকাকালীন তা করেনি।
২৯ অক্টোবর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নব নির্মিত ‘দারিয়াপুর আলিম মাদ্রাসার’র ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দারিয়াপুর আলিম মাদ্রাসার’র সভাপতি মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক মো. নুরিয়াস সাঈদ সরকার, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মুহাঃ ইব্রাহীম হুসাইন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments