সারাদেশ

ঝিনাইদহে রমজানে ১ লাখ ২০ হাজার পরিবার পাবে টিসিবি’র পণ্য

ঝিনাইদহ-
আসন্ন রমজান উপলক্ষে ঝিনাইদহের এক লাখ ২০ হাজার ১’শ ৩৩ টি পরিবারকে দেওয়া হবে টিসিবি’র পণ্য। সারাদেশে ১ কোটি পরিবারকে ভর্তুকি মুল্যে টিসিবি’র পণ্য বিতরণ কর্মসূচীর আওতায় ঝিনাইদহেও এ কর্মসূচী রোববার শুরু হচ্ছে। কিন্তু কারা পাচ্ছে এই পন্য তা নিয়ে মানুষের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মনিরা বেগম। সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, জেলার ৬ উপজেলায় ৩৮ জন ডিলারের মাধ্যমে ২ ধাপে এই পণ্য বিক্রি করা হবে। ফ্যামেলী কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমুল্যে তেল, ডাল ও চিনি কিনতে পারবেন। ১১০ লিটার দরে সয়াবিন, ৫৫ টাকা কেজি দরে চিনি ও ৬৫ টাকা কেজি দরে মসুরের ডাল বিক্রি করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগে যারা ২৫’শ টাকার সরকারী প্রণোদনা পেয়েছেন তারা ছাড়াও নিম্ন আয়ের মানুষ এই তালিকায় রয়েছেন। তবে অভিযোগ উঠেছে, যাচাই বাছাই না করেই পৌরসভার কাউন্সিলররা পুরানো তালিকা দিয়েছেন। করোনায় কর্মহীন ও মধ্যবিত্ত পরিবার এই তালিকায় আছে কিনা তা জানা সম্ভব হয়নি। তবে উপকারভোগীর তালিকা জেলা প্রশাসকের ওয়েবসাইটে উন্মুক্ত করার দাবী জানানো হয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments