September 08, 2024
সারাদেশ

আহছানিয়া মিশনের মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং সকল ধরনের আসক্তি এর লক্ষণ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

                    মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের মাঝে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে

মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মানুষের দৌঁড় গোড়ায় পৌঁছে দিতে হবে। বিভিন্ন অসক্তির প্রতিরোধের ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। নিজের এবং পাশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।
মঙ্গলবার (১ নভেম্বর) ৩ টায়বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের ইয়থ ফর হেল্থ এন্ড ওয়েল বিয়িং এবং নর্থ সাউথ ইউনিভাসিটির যৌথ উদ্যোগে মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং সকল ধরনের আসক্তি এর লক্ষণ প্রতিরোধের উপায় নিয়ে এক সচেতনতা মূলক কার্যক্রমে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, বয়সন্ধি কালে শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন অত্যাবশ্যক। ঢাকা আহ্ছানিয়া মিশনের নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনবার্সন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায় নারীদের আসক্তির পরিমান ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম অত্যাবশ্যক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভাসিটির স্কুল অব হেলথ্ এন্ড লাইফ সাইন্সের ডীন ড. হাসান মাহমুদ রেজা।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভাসিটির গ্লোবাল হেল্থ ইন্সিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ড. এজাজ বিন শরীফ। ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের হয়ে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাইকোলজিষ্ট রাখী গাঙ্গুলী। তিনি বলেন ১৯৯৭ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন মাদক বিরোধী এবং বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন আসক্তিতে নির্ভরশীল ব্যক্তিদের জন্য আউটডোর সেবার গুরুত্ব এবং আসক্তি প্রতিরোধে পরিবার সমাজের মনো-সামাজিক শিক্ষনের উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। তিনি মানসিক স্বাস্থ্য ভাল রাখার উপায় এবং বিভিন্ন আসক্তির লক্ষণ, প্রতিরোধের উপায় এর পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারেন এ বিষয়ে আলোকপাত করেন।
এ কার্যক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির পাবলিক হেল্থ ডিপার্টমেন্ট এর প্রফেসর ড. দীপক কুমার মিত্র।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments