সারাদেশ

ফুলবাড়ি উপজেলার মুরারীপুর উচ্চবিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত

ফুলবাড়ি, দিনাজপুর প্রতিনিধিঃ ফুলবাড়ি উপজেলার কাজিহাল ইউপির মুরারিপুর উচ্চবিদ্যালয় মাঠে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকেল ৫ টায় ফুলবাড়ি উপজেলার কাজিহাল ইউপির মুরারিপুর উচ্চবিদ্যালয় মাঠে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। চক্ষু শিবির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ি উপজেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ন আহবায়ক আশিকুজ্জামান বাপ্পী। প্রধান অতিথি হিসেবে চক্ষুশিবির এর উদ্বোধন করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী খেটে খাওয়া মানুষের নেতা মোঃ জাকারিয়া জাকির। এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, ফুলবাড়ি পৌর স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক মোঃ তোজাম্মেল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল রহমান রাসেল, ফুলবাড়ি উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক দুলাল হোসেন, সাবেক আওয়ামীলীগ নেতা ডেনিয়েল হাফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আখেরুজ্জমান আখের, মোঃ জাকির, মোঃ মিজান, মোঃ মুকুল, মোঃ হাবিব, মোঃ সুমন, সাইফার, আশরাফুল, মোঃ আতাউর সহ দলীয় সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন কজিহাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ। দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন ২৭০ জন চক্ষু রোগী দেখেন এবং ৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য তাদের চক্ষু হাসপাতাল রংপুরে প্রেরণ করেন। সার্বিক সহযোগীয়তায় ছিলেন চক্ষুশিবির উদ্বোধনের প্রধান অতিথি মোঃ জাকারিয়া জাকির। এসময় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments