কৃষি

ফুলবাড়ীতে ধান কাটাই মাড়াই হারভেস্টার মেশিন কৃষকের মাঝে বিতরণ

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:  
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে বিতরণ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত¡রে দুই জন কৃষকের মাঝে ২টি কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি প্রশিক্ষক অফিসার এসএম আবু বক্কর মোঃ সাইফুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষিবীদ ও কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাহানুর। এ সময় কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিনের চাবি বুঝে নেন আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক মোঃ আবুল কালাম আজাদ ও খয়েরবাড়ী ইউপির গড়পিংলাই গ্রামের কৃষক মোঃ নজরুল ইসলাম। কৃষি মন্ত্রণালয় থেকে ভর্তুকির মাধ্যমে কৃষকদের সহযোগীতা করার লক্ষ্যে ৫০% ভর্তুকির মাধ্যমে ১৫ লক্ষ ৫০ হাজার টাকায় প্রতিটি মেশিন প্রদান করছেন। প্রকৃত কৃষি যান্ত্রীকীকরণ প্রকল্পের হারভেস্টার মেশিনের মূল্য ৩২ লক্ষ টাকা। এর মাধ্যমে তারা গ্রামে কৃষকদের ধান কাটা ও মাড়াই করণ সহজ করার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলায় কৃষি অফিসের মাধ্যমে এই মেশিন বিতরণ করা হয়। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর।    

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments