অপরাধ

ফুলবাড়ীতে কাঁটাবাড়ী গ্রামের অসহায় এক পরিবারকে বাড়ী থেকে উচ্ছেদ করে প্রতিপক্ষরা॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের অসহায় সালজার রহমানকে প্রতিপক্ষরা বাড়ী থেকে উচ্ছেদ করেন। বর্তমান অসহসায় হয়ে অন্যের জায়গায় দিনযাপন করছেন।
ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের মৃত মমতাজুর রহমান এর পুত্র মোঃ সালজার রহমান এর লিখিত অভিযোগে জানা যায়, গত ২০/০১/১৯৯৬ ইং সালে জেলা প্রশাক এর কার্যালয় ত্রাণ শাখা থেকে স্মারক নং-ত্রাপুদি/৩৭, ১৯৯৬ইং সালে পত্র মারফত কাঁটাবাড়ী মৌজার ২৭৫নং দাগের ০৭ শতক জমির মধ্যে দক্ষিণ অংশের পূর্ব পশ্চিমে সাড়ে ৩ শতক জমি অত্র কার্যালয়ে ২৭/১২/১৯৯৫ ইং তারিখে মোঃ আলম পিতা-মৃত ডা: শফি কাঁটাবাড়ী ফুলবাড়ীকে এবং অবশিষ্ট্য উত্তর অংশে ত্রাপুদি/১১৬৪(৩) নং স্মারকে মোঃ মমতাজুর রহমান পিতা-ফইমুদ্দিন সরকার কে অস্থায়ী বরাদ্য প্রদান করেন। ১৯৯৬ইং সাল থেকে ২০২১ ইং সাল পর্যন্ত সেখানে তিনি বাড়ীঘর বানিয়ে বসবাস করে আসছেন। ২০১৯ ইং সালে মমতাজুর রহমান মৃত্যুবরণ করার পর কাঁটাবাড়ী গ্রামের মৃত ফইমুদ্দিন এর পুত্র মোঃ আজিজার রহমান উক্ত জমি দখল করে সালজার রহমান কে উচ্ছেদ করেন। গত ২০১৪ইং সালে মোঃ আজিজার রহমানকে জেলা প্রশাসক এর কার্যালয় থেকে উচ্ছেদ এর জন্য নোটিশ প্রদান করেন। উচ্ছেদ নোটিশ পাওয়ার পর উক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে সেখানে খুটি গেড়ে বসেন । এদিকে মমতাজুর রহমান ফুলবাড়ী পৌরসভাকে রীতিমত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছেন। যাহার হোল্ডিং নম্বর-১। করদাতার আইডি নম্বর-০০৪২-০০। বিদ্যুৎ বিল-২০২১ইং সাল পর্যন্ত পরিশোধ করে আসছেন। এত কিছুর পরও আজিজার রহমান জোর করে জায়গা দখল করে রেখেছে। পিতার মৃত্যুর পর তফসিল বর্ণিত সম্পত্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। গত ১৭/১০/২০২২ ইং তারিখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রতিপক্ষ আজিজার রহমানকে অবৈধ্যভাবে বাড়ী তৈরি করার কারণে বাঁধা প্রদান করেন। গত ১০/১১/২০২১ইং তারিখে পৌর সভা এলাকার কাঁটাবাড়ী গ্রামের মোঃ আজিজার রহমান পিতা-মৃত্যু ফইমুদ্দিন সরকার জাহানারা বেগম, স্বামী মোঃ আজিজার রহমান, তফিকুর রহমান সুজন, পিতা-মোঃ আজিজার রহমান, ইফাত জাহান দোলা, পিতা-মৃত শাহাদত হোসেন গংরা জোর পূর্বক ঐ দিন বেলা সাড়ে ১১টায় বাড়ী থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়ে চলে যায়। পরবর্তীতে প্রাচীর দিয়ে ঘিরে নেন। এই ঘটনায় সালজার রহমান ২১/১১/২০২১১ ইং তারিখে দিনাজপুর জেলা প্রশাসক, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর ন্যায় বিচার এর আশায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইতি পূর্বে উভয়কে কয়েকবার উপজেলা নিবার্হী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ডেকে বিষয়টি মিমাংসা করার কথা বলেন কিন্তু আজিজার রহমান অদ্যবধি আজ পর্যন্ত মমতাজুর রহমান এর পুত্র মোঃ সালজার রহমানকে জায়গা ছেড়ে দেয় নি। গতকাল শনিবারএই ঘটনার বিষয়ে ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, উচ্ছেদ এর চিঠি পেয়েছি। জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র প্রদান করা হবে। জেলা প্রশাসক এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সালজার রহমান জানান, আমি বাড়ীঘর হারিয়ে অসহায় হয়েছি। প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments