সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রুহিয়া রেলস্টেশন থেকে প্রায় ২কিলোমিটার দূরে সালেহা মাদ্রাসা কবরস্থান সংলগ্ন লাইনের উপর থেকে শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
মৃত নারী হাজেরা বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামুন কুমার গ্রামের তৈমুর রহমানের স্ত্রী বলে জানা যায়।মৃত হাজেরা বেগমের বেয়াই মতলেব আলী জানান হাজেরা বেগম কানে কম শুনতে পায় তিনি আমার ছেলে রেজয়ানুল হক এর শ্বাশুড়ি তিনি গত তিন দিন আগে আমাদের বাসায় মেহমান খেতে আসছিল আজকে আনুমানিক ১১ টা ৩০ মিনিটে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন কিছুক্ষন পরে শোনা যায় বেয়ানি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে ওই লাইন দিয়ে সবশেষ রুহিয়া রেলস্টেশন থেকে পঞ্চগড় গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি যায় অপর দিক থেকে লাইনের উপর দিয়ে হাজেরা বেগম হেটে রুহিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেনের সামনে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, হাজেরা বেগম নামে এক মহিলা ট্রেনে কাটা পরে নিহত হয়েছে এই খবর শুনে আমি ঘটনা স্থলে আসি এবং পুলিশকে জানাই।
রুহিয়া থানার ওসি তদন্ত শহীদুর রহমান জানান, লাইনের উপর ত্রিখণ্ডিত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় খবর পেয়ে আমি এবং সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশের দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূইয়া বলেন, মৃত হাজেরা বেগম যেহেতু কানে কম শুনতে পায় এবং পরিবারের সিদ্ধান্ত মোতাবেক একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ২৩ তারিখ ০৫/১১/২২ ইং। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments