সারাদেশ
মহান রুশ বিপ্লবের ১০৫ তম বার্ষিকী এবং বাসদ(মার্কসবাদী)'র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরের সাতমাথায় সমাবেশ

সোমবার ৭ নভেম্বর ২০২২ সন্ধ্যা ৬টায় বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে পার্টির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং রুশ বিপ্লবের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে রংপুর নগরীর সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।পার্টির জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) রংপুর জেলা শাখার সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর জেলা শাখার আহ্বায়ক সাজু বাসফোর, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহ্বায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।
Comments