September 19, 2024
সারাদেশ

পরিবার সহায়তা কার্ডের আওতায় খানসামা উপজেলায় টিসিবি'র পণ্য বিক্র‍য় শুরু

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভর্তুকি মূল্যে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২০ মার্চ) সকালে খানসামা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভার্চুয়ালী এর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ওসি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও খানসামা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামসহ আরো অনেকে।

পরিবার সহায়তা কার্ডের আওতায় খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের তালিকাভুক্ত বিশ হাজার ৭৬৪ জন উপকারভোগী ০২কেজি চিনি, ০২ কেজি মসুর ডাল ও ০২লিটার সয়াবিন তেল ভর্তুকি মূল্যে (৪৬০ টাকা মূল্যে) পাবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments