সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বাষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেক কাটা, বেলুন ও ফানুস উড়ানো, শহীদ বুদ্ধি জীবী অধ্যাপক গোলাম মোস্তফার সমাধির স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্কুলে ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এ সময় স্কুলের পরিচালক অধ্যাপক আজিসুর রহমান তাজু, সভাপতি প্রভাষক আব্দুস সোবহান, উপাধ্যক্ষ আশ্বিনী কুমার রায়, সহকারী শিক্ষক মধুসূদন রায়, রোজিনা আক্তার, আলমগীর হোসেন, লিটন আলী,প্রতিভা রানী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments