অপরাধ

পীরগঞ্জে আবারও জাতীয় মহাসড়কে ডাকাতি আহত ২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ঢাকা-রংপুর মহাসড়ক আবারও সংবদ্ধ হয়েছে ডাকাত দল।গত বুধবার ভোর রাতে পলাশবাড়ীর বিটিসি থেকে পীরগঞ্জের চকশোলাগাড়ী নামক স্থানে নৈশকোচে ডাকাতি সংঘটিত হয়েছে।ঢাকা (গাবতলী) থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী জাহেদা পরিবহন ঢাকা-মেট্রো-ব-১১-৭৬৭২, চালক সুমন মিয়া, প্রতিদিনের ন্যায় ৪০/৫০ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাইবেল ও চান্দুরা হতে ৬ জন যাত্রী বেশে ডাকাত টিকিট কেটে গাড়ীতে উঠেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ নামক স্থানে চলন্ত অবস্থায় চাকু ও ছুরির ভয় দেখিয়ে পলাশবাড়ী গাইবান্ধা পার হয়ে ছদ্মবেশে ডাকাত দলের সদস্যরা যাত্রীদের উপর আক্রমন করে। ভয়ভীতি দেখিয়ে ১২টি মোবাইল সেট, ৭৯ হাজার ৭শ টাকা, ৩ আনা স্বর্ণের অলংকারহ ছিনিয়ে নেয় মর্মে (মিঠাপুকুর-পীরগঞ্জ) দায়িত্বরত রংপুরের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান। আহত ড্রাইভার দিনাজপুর জেলার কোতয়ালী থানার ফকিরপাড়া গ্রামের তছির উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩০), যাত্রী পঞ্চগড় জেলার চাকলাহাট জেলার নারায়নপুর গ্রামের আঃ হক মিয়ার সুমন মিয়া (২২)কে পীরগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ। উল্লেখ্য, গত বছর সংঘবদ্ধ ডাকাতদল হানিফ পরিবনে ড্রাইভার কে হত্যা করে। বিষয়টি নিয়ে দেশ ব্যাপী চাঞ্চল্য সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় চক্র টি ধরা পড়ে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments