সারাদেশ
পার্বতীপুরে ধান ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আল মামুন মিলন,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে ধান ক্ষেত থেকে মানিক (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৫নভেম্বর) সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার ব্যাকশপ পশ্চিমে রেললাইনের পাশের ধান ক্ষেত থেকে পড়ে থাকা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মানিক সৈয়দপুর উপজেলার হাতিখানা ক্যাম্পের ইদ্রিস আলীর ছেলে বলে তার বুক পকেটে থাকা পরিচয় পত্র থেকে পুলিশ নিশ্চিত করেছেন।এটি হত্যাকান্ড নাকি আত্বহত্যা এ নিয়ে চলছে এলাকায় নানা গুঞ্জন।
পার্বতীপুর মডেল থানার এস আই মেহেদি জানান, মঙ্গলবার সকালে ৯৯৯ নম্বর থেকে একটি পড়ে থাকা মৃতদেহের খবর পায় মডেল থানা পুলিশ। এসময় পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার নিকট রেললাইনের ধারে ধান ক্ষেতে পড়ে থাকা মানিকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। উদ্ধারকৃত মানিকের শরীরের বেশ কিছু স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। রাতে চলাচলকারী কোন এক ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারনা। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে আসল ঘটনা বেরিয়ে আসবে বলেও জানান তারা। এদিকে স্থানীয়দের ধারনা, পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে রেল লাইনের পাশের ধানক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
Comments