রাজনীতি
রাত পোহালেই পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন

পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি ঃ এক সময়ের লাঙ্গলের দূর্গ হিসেবে সারাদেশে পরিচিত রংপুরের পীরগঞ্জে দীর্ঘ ১ যুগপর রাত পোহালেই বৃহস্পতিবার উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে নেতা-কর্মীদের মাঝে। উপজেলা জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় ও জেলা জাতীয় পার্টির নের্তৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বড় আলমপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইলাম বলেন- অনেক দিন পর উপজেলার সম্মেলন হচ্ছে দল আরো গতিশীল ও শক্তিশালী হবে। এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরে আলম মিয়া যাদু জানান- দীর্ঘ ১১ বছর পর পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন হবে আজ। সম্মেলন নিয়ে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়েছে। সম্মেলন কেন্দ্র করে সাজ-সাজ রব উপজেলা জুড়ে। ১৫ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মীর সমাগম হবে বলে আশা করছি।
Comments