সারাদেশ

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রন্থ এলাকা পরিদর্শন করলেন এমপি গোপাল॥

বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটের হাট আদর্শগ্রামে গত শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ১২টি পরিবারের মাঝে শুকনো খাবার ও বস্ত্র বিতরণ করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। বলেন খুব শিঘ্রই ঘর নির্মানের ব্যবস্থা করা হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন। যে কোন পরিস্থিতিতে তিনি ও তার দল সব ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে পিছপা হয় না। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন, দুর্ঘটনা বলে আসেনা। তবে একটু সচেতনতায় অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আমি আপনাদের পাশে আছি। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। আপনাদের পুড়ে যাওয়া বাড়ীগুলো খুব শীঘ্রই নির্মানে যা প্রয়োজন তা খুব শীঘ্রই করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, মোহনপুর ইউপি মো. শাহিনুর রহমান শাহিন চৌধুরী, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুজ্জামান সাজু প্রমূখ। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ২০২২ রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাট আদর্শগ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মানুষের কোন ক্ষতি হয়নি তবে সেখানকার ১২টি বাড়ী পুড়ে ভষ্মিভুত হয় এবং প্রত্যেক বাড়ীর সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দেবেন সাধু জানান, রাতে হঠাৎ করেই দেখি আগুন জ্বলছে। তারাহুরো করে সবাই পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসে আগুন নিভায়। আমাদের সবার ঘরের সব জিনিষ পুড়ে নষ্ট হয়ে গেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments