সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শুণ্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শুণ্যপদে নিয়োগের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ এর চাকুরি প্রত্যাশীরা।আজ বুধবার সকালে প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় ও জেলা শহরের চৌরাস্তায় চাকুরী প্রত্যাশী ঠাকুরগাঁও জেলা শাখার ব্যানারে এ কর্মসুচি পালন করেন।
এসময় তারা বলেন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য দাবি তুলতে হয়েছে। যা অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু কেন তা বাস্তবায়ন হচ্ছে তা মাননীয় প্রধাণমন্ত্রীর দৃষ্টি প্রয়োজন বলে মনে করছেন চাকুরি প্রত্যাশীরা। অবিলম্বে শুন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিতে হবে বলে দাবি করেন তারা।
এছাড়া সংশ্লিস্ট দপ্তরের প্রতিমন্ত্রী ও সচিবের পূর্বের ঘোষনা অবিলম্বে বাস্তবায়ন করতে হবেবলে কর্মসুচি চলাকালে দাবি করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলন দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন চাকুরি প্রত্যাশিরা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments