রাজনীতি
বীরগঞ্জে জাতীয় পাটির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর' বুধবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশে জাতীয় পাটির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এম,পির বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলার তব্রি প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য,বীরগঞ্জ জাপা'র সাধারন সম্পাদক, জেলার সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে সংসদ সদস্য পদে একাধিকবারের প্রতিদ্বন্দ্বী মোঃ শাহিনুর ইসলাম। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত সভাপতি ক্বারি মাওঃ মোঃ নজরুল ইসলাম। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য, বীরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ নিহাল হোসেন লিয়ন, কাহারোল উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খাঁন। বীরগঞ্জ উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি মোঃ ইয়াসিন আলী, ৫নং সুজালপুর ইউপি জাপার সাধারণ সম্পাদক মোঃ রাসেল ইসলাম আবির, গোলাপগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার দাস প্রমুখ।
Comments