অপরাধ

বীরগঞ্জে ধানের পুজে অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ধানের পুজে অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ধান পুড়ে ছাই। ২৩ নভেম্বর বুধবার দিন গত রাত ১২টায় নিজপাড়া ইউনিয়নের পান্তা পাড়া গ্রামের মোঃ তোফার উদ্দিনের ছেলে মোঃ খুরসেদ আলমের ধানের পুজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে উপজেলা ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দুই ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কৃষক খুরসেদ আলম জানায়,কত আশা নিয়ে জমি থেকে কেটে এনে পুজ দিয়েছি, জানিনা কি কারনে কারা আমার ২৫বিঘা মাটির প্রায় ১০ লক্ষাধিক টাকার ধান জালিয়ে দিয়েছে। আমি ১৫ বিঘা মাটির ধান খাবো এবং বিক্রি করবো আর ১০বিঘা মাটির ধান বিজ হিসেবে কৃষি অফিসে দিবো কিন্ত আমার সব আশা শেষ হয়ে গেল,আমি নিঃস্ব হয়ে গেলাম।    
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত সময়ে আমরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি। আমাদের উপজেলার ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আর এ কারণে আগুন আশে পাশে ছড়িয়ে পড়তে পারে নি এবং ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫লক্ষ টাকা।  
নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান, মধ্যে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে পাশের কোল্ড ষ্টোরের কর্মরত শ্রমিকরা দেখতে পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে রাতেই আগুন নিভিয়ে ফেলে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments