অপরাধ

পীরগঞ্জে বিষাক্ত কীটানাশক স্প্রে করে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে এক রিক্সা চালকের প্রায় এক বিঘা জমির আমন ধানে বিষাক্ত রাসায়নিক কীটানাশক স্প্রে করে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুবরাজপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের রাউৎপাড়া গ্রামের রিকশা চালক মওদুদ আহমেদের ৭১ শতক পৈত্রিক জমি প্রতিবেশী আপিজ ও তার ৩ ভাই জোরপূর্বক দখল করে নেয়। এ নিয়ে উভয়পক্ষের মামলা চলছে। মওদুদের বন্ধক নেয়া ওই গ্রামে ৪২ শতক জমিতে লাগানো আমন ধানে বিষাক্ত ওষুধ স্প্রে করে পুড়িয়ে দেয়ায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষ। পাশাপাশি বিবাদমান জমিরও কয়েক শতক জমির ধানও পোড়ানো হয়েছে। ওই ঘটনায় মওদূদের স্ত্রী ফরিদা বেগম প্রতিবেশী মৃত নওয়াব মিয়ার ৪ ছেলে আপিজ উদ্দিন, আনিছুর রহমান, ওয়াহিদুর রহমান ও আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অপর দিকে আপিজ গং ও মওদুদ, তার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে ধান পোড়ানোর অভিযোগও থানায় দিয়েছে। আপিজ বলেন, ওদের বন্ধক নেয়া জমির ধান কে পুড়িয়েছে জানিনা। আমাদের জমিরও ধান পোড়ানোয় অভিযোগ দিয়েছি। মওদুদের স্ত্রী ফরিদা বেগম বলেন, আর ১০/১২ দিন পর ধানগুল্যা কাটি বাড়িত নিয়া আসনো হয়। কিন্তু আপিজ ও তার ৩ ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় তাদের নেতৃত্বে ধানগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ওরা হামার বন্ধকী জমির ধানের সাথে বিবাদমান জমির ধানও পুড়িয়েছে। আমার স্বামী আর একমাত্র ছেলে ঢাকায় রিক্সা চালিয়ে সংসার চালায়। তারা দুজনেই ঢাকায় থাকা অবস্থায় আপিজেরা তাদেরকে ধান পোড়ানোর ঘটনায় আসামী করে থানায় অভিযোগ দিয়েছে। ঘটনাটির তদন্তকারী কর্মকর্তা এসআই লোকেশ কুমার বলেন, ধান পোড়ানোর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। রাতের আধারে কে কার ধান পুড়েছে ও জমি নিয়ে মামলা থাকায় আমি জিডি করে উভয়পক্ষকে আদালতে যেতে বলেছি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments