সারাদেশ

হাজারো কৃষকের স্বপ্নের পূরণে খানসামায় বেলান নদীতে রাবার ড্যাম ও খনন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: হাজারো কৃষকের স্বপ্ন পূরণে দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদীতে রাবার ড্যাম নির্মাণ চেইনেজসহ পাম্প হাউস নির্মাণ, এপ্রোচ রোড নির্মাণ, বেলান নদীর বাম ও ডান তীরে হেডার ট্যাংক সহ বারিড পাইপ নেটওয়ার্ক-১ ও নেটওয়ার্ক -২ নির্মাণ, পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এর অফিস ঘর নির্মাণ এবং নদী খননের কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা বাঘার মোড়ে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতাধীন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ অর্থায়নে ও এলজিইডি'র বাস্তবায়নে ১৪ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৮৩৭ টাকা ব্যয়ে ৩৩১০ মিটার রাবার ড্যাম চেইনেজসহ আনুষঙ্গিক কাজ এবং বেলান নদী, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ওবাইদুর রহমান, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, কাচিনীয়া বাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এদিন সকালে উপজেলার তেবাড়িয়া ঈদগাহ দ্বিমুখী আলিম মাদ্রাসার চারতলা ভবন উদ্বোধন করেন তিনি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments