অপরাধ

পীরগঞ্জে জোর পূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে দিনমজুর রেজাউল মিয়ার জমি জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গণের বিরুদ্ধে। দখলকারীরা সকাল সাড়ে ৯টায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রোপনকৃত আমন ধান কাটতে থাকে। ঘটনাটি গত বুধবার উপজেলা শানেরহাট ইউনিয়নের রায়তি সাদুল্লাপুর গ্রামে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগি রেজাউল মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় দখল কারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন খামার তাহেরপুর গ্রামের মৃত তফুর উদ্দিন এর পুত্র রিপন মিয়া (৪০), দুলু মিয়া (৪৫), আঃ রউফ (৫২), শাহজাহান (৫০), সহ অজ্ঞাত নামা ব্যাক্তিদের আসামী করা হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও ভুক্তভোগি রেজাউল ইসলাম জানান তফশীল বর্ণিত জেলা-রংপুর, থানা-পীরগঞ্জ, মৌজা-পবনপাড়া, জেএল নং-২২৫, খতিয়ান নং-১২৩, ১৫০, দাগ নং- ৩০.৩১, জমির পরিমান ১ একর ৫২ শতকের মধ্যে ৯১.৫০ শতক জমি পৈত্রিক ও দলিল মূলে মালিক হইযয়া ভোগদখল করিয়া আসিতেছি। বর্ণিত আসামীগন উক্ত সম্পত্তি বে-দখল করার পায়তারা করার চেষ্টার আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে । এদিকে জমিতে থাকা টিনের ঘর ভাঙ্গিয়া এবং জমিতে রোপনকৃত ধান করতে থাকে এক পর্যায়ে আমরা বাধা প্রদান করলে বর্ণিত আসামী গন আমার পরিবারের রেজভীন বেগম, গোলাপি বেগম, ফাতেমা বেগমদের এলোপাতাড়ী ভাবে মারপিট ও শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে। তাহাদের পড়নে থাকা কাপড় চোপর খুলিয়াা বিবস্ত্র এবং শ্রীলতাহানী ঘটনায় অপরদিকে গোলাপী বেগম কে বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। তাদের আতœচিৎকারে আসেপাশের লোকজন গোলাপী বেগম কে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় রিপন গংরা রিবোধপূর্ন জমি দখলের চেষ্টা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments