September 19, 2024
সারাদেশ

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত

গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়নের ১১ টি ভোট কেন্দ্রের মধ্যে ২ নং শিংজানী কেন্দ্রের ভোটের ফলাফলো উপর প্রতিপক্ষ প্রার্থীরা নির্বাচন কমিশনে অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন অভিযোগের বিষয়ে গণ শুনানী এবং চুল চেরা তদন্তের মধ্য দিয়ে উক্ত কেন্দ্রের ভোট বাতিল করে এবং ২১ মার্চ উক্ত ভোট কেন্দ্রের পূর্ণ ভোট গ্রহনের তফশিল ঘোষনা করেন।
তফশিল অনুযায়ী গত ২১ মার্চ সোমবার সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকেল ৫ টা পর্যন্ত উক্ত কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্টিত হয়।
আইন শৃঙ্খলা রক্ষায়,বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন,ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহার নেতৃত্বে অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, অফিসার ইনচার্জ তদন্ত মোস্তাফিজ দেওয়ান,গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত জাহাঙ্গীর আলম, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চার্টাজীসহ বিপুল সংখ্যক পুলিশ,র‌্যাব,ডিবি পুলিশ, আনসার,গ্রাম পুলিশ সদস্যগন দায়িত্ব পালন করেছেন। এ নির্বাচনে রিটানিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন,গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ।
সিংজানী কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান আনোয়ারু ইসলাম প্রার্থী চশমা প্রতীকে ২১৪৭ ভোট, গোলাম কাদির মিঠু আনারস প্রতীকে ৬৯৯ ভোট, রুবেল আমীন শিমুল মোটরসাইকেল প্রতীকে ৪ ভোট এবং বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রেজোয়ানুর রহমান ৪৪ ভোট পেয়েছেন।
নির্বাচনে ১১ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম ৭,১৫৭ ভোট পেয়ে বে-সরকারী ভাবে ১৬ নং মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী গোলাম কাদির মিঠু আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৬,৭৬০। এ ছাড়ার বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রেজোয়ানুর রহমান ৫,৩৪৬ ও রুবেল আমিন শিমূল ভোট পেয়েছেন ৪,৬৯১ ভোট।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments