খেলা

কোষ্টারিকার কাছে জাপানের ১ গোলে পরাজয়

বিশ্বকাপের শুরুটা দুই দল করেছিল রীতিমতো ১৮০ ডিগ্রি উল্টোভাবে। ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছিল জাপান, আর কোস্টারিকা বিদ্ধস্ত হয়েছিল স্পেনের কাছে, গুনে গুনে হজম করেছিল ৭ গোল।

কোস্টারিকা সেই ধাক্কা সামলে আজ জাপানকে হারিয়ে দেবে, এই বাজি ধরার মতো লোক খুঁজে পাওয়া দুষ্করই ছিল। কিন্তু শেষমেশ উত্তর আমেরিকার দেশটি সেই অভাবনীয় কাজটাই করে বসেছে। এশিয়ান জায়ান্ট জাপানকে হারিয়ে দিয়েছে ১-০ গোলে।

তাতে বিশ্বকাপের ‘ই’ গ্রুপের লড়াইটা জমে উঠল রীতিমতো।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments