অপরাধ

ঘোড়াঘাটে কৃষি অফিসের অনিয়মের কারণে সঠিক কৃষক সার পাচ্ছেনা

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি অফিসের অনিয়মের কারণে সঠিক কৃষক সার পাচ্ছেনা বলে বিভিন্ন কৃষকের অভিযোগে জানা গেছে। জানা যায়, কৃষি কার্ডের মাধ্যমে ব্লক সুপার ভাইজারের স্বাক্ষরিত টোকনের মাধ্যমে ডিলারগণ সার বিতরণ করে আসছে। কিন্তু ব্লক সুপারভাইজারদের অনিয়ম, স্বেচ্ছাচরিতা এবংস্বজন প্রীতির কারণে সঠিক কৃষককে সার না দিয়ে এলাকার কিছু নামধারী কৃষক যারা কোন দিন কৃষির সঙ্গে সম্পৃক্ত নয় বা ছিল না, তাদেরকে সারের টোকন দেয়ার ফলে ওই সমস্ত ভূয়া কৃষক ডিলারের নিকট সার উত্তোলন করে কার্ডধারী ব্যবসায়ীদের নিকট বিক্রি করছে। অথচ সঠিক কৃষক সারের টোকন নিতে গেলে ব্লক সুপারভাইজার তাদেরকে সারের টোকন না দিয়ে উল্টা ধমক দিয়ে তাড়িয়ে দেয় বলে অভিযোগে জানায় গেছে। অপর দিকে কৃষি উপকরণের সার বীজ একই ভাবে সরিষার বীজ এবং সার দেয়া হচেছ। অনেকেই সার নিয়ে কার্ডধারী ব্যবসায়ীর নিকট বিক্রি করছে এবং উপকরণের সরিষার বীজ বিক্রি করছে। অপর দিকে প্রধানমন্ত্রী বার বার বলছে যে, দেশে একশতক জমিও পতিত রাখা যাবে না। কিন্তু কৃষক সময় মত সার না পাওয়ায় এবং কৃষি অফিসের অনিয়মের কারণে সঠিক কৃষক এবং কৃষি খাত ক্ষতিগ্রস্ত হবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments