জাতীয়

তেল-গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারবে সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাশাপাশি সরকারের কাছেও তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা আসছে। সরকার চাইলে এখন থেকে বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে ট্যারিফ বা মূল্য নির্ধারণ করতে পারবে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশে ছোট একটি সংশোধন নিয়ে আসা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে প্রয়োজনে সরকার চাইলে ট্যারিফ নির্ধারণ করতে পারবে। এই লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশে ২০২২ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

এছাড়া ক্রুড অয়েল আমদানির জন্য বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments