September 19, 2024
সারাদেশ

পীরগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক কর্মশলা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংক এর তত্ত্ববধায়নে সোনালী ব্যাংক পীরগঞ্জ শাখার আয়োজনে পিন্সিপাল অফিস রংপুরের উপ-মহাব্যাবস্থাপক মোঃ আব্দুল বারেক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে ওই কর্মশলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন- বাংলাদেশ ব্যাংক রংপুরের উপ-মহাব্যবস্থাপক ভবদীশ চন্দ্র রায়, আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের উপ-পরিচালক মোঃ সোহেল রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আবু আজাদ বাবলু। এ সময় সোনালী ব্যাংক পীরগঞ্জ শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে চালনোট চিহ্নিত করনে নোটের বিভিন্ন বৈশিষ্ট্যসহ আইনগত দিক তুলে ধরেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments