সারাদেশ

রাত পোহালেই বাশিস নির্বাচন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রাত পোহালেই পীরগঞ্জ উপজেলা বাশিস'র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ৩ ডিসেম্বর উপজেলা সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয়ে
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) পীরগঞ্জ উপজেলা শাখার ভোট গ্রহণ করা হবে।

উপজেলা বাশিস নির্বাচন কমিশনার সুত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১৪ টি পদে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান করা হয়। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন প্রার্থী বিজয়ী হন। এই নির্বাচনে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১০ টি পদের মধ্যে সভাপতি পদে ২ জন, এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী নির্বাচন করবেন। এবারের নির্বাচনে উপজেলার এমপিও ও নন-এমপিওভুক্ত ১'শ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ১৩৬ জন শিক্ষক/শিক্ষিকা ভোটার হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আমিনুর রহমান বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল (আজ) উপজেলা সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন মন্ডলকে নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments