September 20, 2024
সারাদেশ

আংশিক সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা সপ্রা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

খন্দকার সুদীপ্ত হাবিব - দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক সীমানা প্রাচীর না থাকায় অরক্ষিত ও চরম ঝুঁকিতে রয়েছে ওই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। বিগত ২০২০-২০২১ অর্থ বছরে আংশিক প্রাচীর সহ প্রধান গেইট নির্মান হয়েছে। সেই সময় অর্থ বরাদ্দ সংকুলান না হওয়ায় ঠিকাদার আংশিক কাজ সমাপ্ত করেন নাই।
জানা গেছে - বিদ্যালয়ের পার্শ্বেই মধ্যপাড়া কঠিন শিলা হতে রংপুর বদরগন্জ মূখী আঞ্চলিক মহাসড়ক। এই সড়কের বুক চিরে প্রতিনিয়ত চলছে মধ্যপাড়া বনবিভাগের কাঠ পরিবহন গাড়ি. ভূ- গর্ভথেকে উত্তেলিত কঠিন শিলা পাথরের ভারি ভারি ট্রাক এবং স্বপ্নপুরী পিকনিক স্পটের ভ্রমন বাস সহ বিভিন্ন যানবাহন। এই পাকা রাস্তার পার্শ্বেই মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলা / ছোটাছুটির সময় দৌড় দিয়ে পারাপার হয় রাস্তা টি। যে কোন সময়ই ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। শুধু তাই নয় বিদ্যালয়টির আংশিক নিরাপত্তা প্রাচীর অভাবে সুদৃশ্য আধুনিক ফুলবাগান সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী চুরির ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান খন্দকার হাবিবুর রহমান জানান - আংশিক সীমানা প্রাচীরের প্রয়োজনীয়তা জানিয়ে পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার কখ মোঃআলাওল হাদী ও সহকারী শিক্ষা অফিসার জনাব মোয়াজ্জেম কবির উপজেলা প্রকৌশলী  কে জানিয়েছি এবং  সেই সঙ্গে উপজেলা সহকারী প্রকৌশলি ডিজাইনার কে চাহিদা ছক দিয়েছি। পার্বতীপুর উপজেলা সহকারী শিক্ষা  অফিসার জানান আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট চাহিদা পত্র প্রেরন করেছি আশাবাদী দ্রুত তালিকা চলে আসবে। উপজেলা সহকারী ডিজাইনার জোনাব আলী বলেন - ঐ বিদ্যালয়টির আংশিক সীমানা প্রাচীরের চাহিদা সম্পর্কে আমরা অবগত আছি এবং তালিকা প্রেরন করা আছে। ওই বিদ্যালয় সভাপতি জনাব বাকের হোসেন জানান- অরক্ষিত বিদ্যালয় চত্বরে বহিরাগত গোচারণ রোধে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অতি দ্রুত সীমানা প্রাচীর নির্মানে নিশ্চয়ই কর্তৃপক্ষ পদক্ষেপ নিবেন।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments